নিজস্ব সংবাদদাতা: তাহাব্বুর রানাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তাঁকে NIA-এর সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর প্রত্যর্পণ প্রসঙ্গে মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি বলেন, "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলাম, এবং গত ১৭ বছর ধরে নিহতদের পরিবার এবং দেশের মানুষ সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের শাস্তির অপেক্ষায় ছিল। আমরা আশা করি তাহাব্বুর রানা শীঘ্রই শাস্তি পাবেন, এতে নিহতদের পরিবার কিছুটা স্বস্তি পাবে।"
/anm-bengali/media/media_files/2025/04/08/CfnkFrNhz3rbhRfzjM2r.JPG)
তাহাব্বুর রানাকে ভারতে ফিরিয়ে আনা হল! এরপরেই বিস্ফোরক মন্তব্য মৌলানা খালিদ রশিদের
উত্তরপ্রদেশের মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি বলেছেন, 'আমরা আশা করি তাহাব্বুর রানা শীঘ্রই শাস্তি পাবেন।'
নিজস্ব সংবাদদাতা: তাহাব্বুর রানাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তাঁকে NIA-এর সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর প্রত্যর্পণ প্রসঙ্গে মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি বলেন, "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলাম, এবং গত ১৭ বছর ধরে নিহতদের পরিবার এবং দেশের মানুষ সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের শাস্তির অপেক্ষায় ছিল। আমরা আশা করি তাহাব্বুর রানা শীঘ্রই শাস্তি পাবেন, এতে নিহতদের পরিবার কিছুটা স্বস্তি পাবে।"