নিজস্ব সংবাদদাতা: ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল। শুক্র ও শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক। বিকেল ৪-৫ টা একঘন্টা প্রতিবাদ মিছিলে সামিল হবে তৃণমূল। অবিলম্বে দাম প্রত্যাহার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে আর্জি করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, "গরিব সাধারণ মানুষ এসব ওষুধ কেনে, হঠাৎ দাম বাড়িয়েছে। ৭৪৮ টি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার, তাদেরই ওষুধের মূল্যবৃদ্ধি। ৬ তারিখ কিছু করব না"।
/anm-bengali/media/media_files/1000069635.jpg)