মকর-কুম্ভ-মীনের জীবনে টানাপোড়েন! সাহস, প্রেম আর তর্কের সংঘাতে কেমন যাবে দিনটা?
মঙ্গলবার মানেই মিরাকেল! তিন রাশির জীবনে বাজবে উন্নতির ঘণ্টা
ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পুতিন, বাইডেন ও জেলেনস্কি— বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প
সুদানে RSF-এর আক্রমণে মানবিক বিপর্যয়, নিহত ৪০০ ছাড়িয়েছে
ট্রাম্পের শুল্ক ছাড়ের ভাবনা— গাড়ি শিল্পকে রক্ষা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক মঞ্চে ড. আম্বেদকরকে সম্মান
বিপদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়— ট্রাম্পের প্রস্তাবে না! জানুন বিস্তারিত
ফিরছে কি লিবারেল পার্টি? আসন্ন নির্বাচনের ভবিষ্যৎবাণী নিয়ে শোরগোল
আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন ড. আম্বেদকর, নিউ ইয়র্কে ঘোষণা বিশেষ দিবস

মিলবে না পানীয় জলের পরিষেবা- এখনই জানুন

পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে মেদিনীপুর পৌরসভা এলাকায়।

author-image
Aniket
New Update
x

 




নিজস্ব প্রতিনিধি: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এমনটাই ঘোষণা করেছে মেদিনীপুর পৌরসভা। শহরের সমস্ত জলাধার, জলের পাইপ লাইন জীবাণুমুক্ত করা হবে। তাই ২৪ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে শহরের ২৫ টি ওয়ার্ডে। সৌমেন খান জানিয়েছেন, "মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত শহরে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। ওই সময় জীবাণুমুক্তির কাজ চলবে।" সম্প্রতি শহরের সুকান্তপল্লী এলাকায় বহু মানুষ জন্ডিসে আক্রান্ত হন। জানা গিয়েছে, অপরিশ্রুত পানীয় জল থেকেই এই জন্ডিসের প্রকোপ ধারণ করেছিল। যা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছিল। তারপরেই জলের পাইপ লাইন ও জলাধার জীবাণুমুক্তির কাজ হবে বলে সিদ্ধান্ত হয়। সোমবার পৌরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে। জানানো হয়েছে, ২৪ ঘন্টা সম্পূর্ণরূপে জল পরিষেবা বন্ধ থাকবে। পরিস্কার ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে জানিয়ে দেওয়া হয়েছে আগাম জল মজুত করে রাখার জন্য। যার জন্য মাইকিং করা হয়েছে শহরে।