নিজস্ব সংবাদদাতা: সামনে এলো পরিসংখ্যান। ২০২৫ সালের অর্থবছরে বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক ওলা ইলেকট্রিক বৈদ্যুতিক দ্বি-চাকার গাড়ি বিভাগে ৩০ শতাংশ বাজার অংশীদারিত্ব অর্জন করে এগিয়ে। ওলার এখন জোরদার প্রতিযোগিতা বাজাজ অটো, টিভিএস মোটরের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে৷ 2026 অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে ওলা 14টি নতুন গাড়ি চালু করার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে৷
/anm-bengali/media/media_files/2025/04/07/1UpD7vxMO3BIwa1vWwIX.jpg)