নিজস্ব সংবাদদাতা : এবার ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। যারফলে আজ ৩২ হাজার চাকরি বাতিল মামলার কোনও শুনানিই হল না কলকাতা হাই কোর্টে। আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। কিন্তু আজ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়েই এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন, যারফলে আজ কোনও শুনানি হল না এই মামলার।
/anm-bengali/media/media_files/dzO8ZcgAWgNr1MFRuNLu.jpg)
বিচারপতি সেন এই মামলাটিকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। এখন প্রধান বিচারপতি এই মামলাটিকে যতদিন না নতুন কোনও বেঞ্চে পাঠাচ্ছেন, ততদিন এই মামলার আর কোনও শুনানি হবে না।