'আশ্বাস নয়, অধিকার চাই’ — সুমন বিশ্বাসের কড়া বার্তা মুখ্যমন্ত্রীকে

পশ্চিমবঙ্গে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে ২৫,০০০ চাকরি বাতিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সুমন বিশ্বাস বললেন, “চাকরি আমাদের অধিকার, আমরা বড় আন্দোলনের পথে।”

author-image
Debapriya Sarkar
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা সুপ্রিম কোর্ট বহাল রাখায় প্রায় ২৫,৭০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হয়েছে। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার চাকরি হারানো কিছু প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Ssc

সাক্ষাতের পরে, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে একজন, সুমন বিশ্বাস জানান, "এই দুর্নীতির জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। মুখ্যমন্ত্রী, তাঁর মন্ত্রিসভা এবং কমিশন, সবাই এর সঙ্গে যুক্ত। ঘুষ দিয়ে চাকরি বণ্টন হয়েছে। আজ মুখ্যমন্ত্রী আমাদের শুধু আশ্বাস দিলেন, বললেন সরকার স্বেচ্ছায় ২৫ হাজার মানুষকে চাকরি দেবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।"

Ssc

তিনি আরও বলেন, "আমি দেশের সাধারণ মানুষের কাছে আবেদন করছি, দয়া করে দেখুন, পশ্চিমবঙ্গে কী হচ্ছে। এ রাজ্য খুদিরাম বসুর, আমরা জানি কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। চাকরি আমাদের অধিকার। আমরা চাই মুখ্যমন্ত্রী যাঁরা দুর্নীতিমুক্ত তাঁদের নাম প্রকাশ করুন এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করুন। আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত।" এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয়, সরকার কী পদক্ষেপ নেয় এবং প্রার্থীরা ভবিষ্যতে কী রকম আন্দোলনের পথে হাঁটে।