আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল

২০১৬ সালে সংযোগ, কিন্তু বিল এল ২০২৪-২৫ সালে! হঠাৎ বিশাল অঙ্কের বিল পেয়ে বিপাকে বিপিএল তালিকাভুক্ত মানুষজন। উঠছে প্রশ্ন প্রশাসনিক গাফিলতির।

author-image
Debapriya Sarkar
New Update
Andal

নিজস্ব সংবাদদাতা : গরিবের ঘরে আলো জ্বলেছিল সরকারের দেওয়া "গ্রামীণ বিদ্যুতায়ন" প্রকল্পে বিপিএল বিদ্যুৎ সংযোগে। কিন্তু এককালীন মোটা টাকার বিল আশায় বিপাকে পড়েছে খান্দরা প্রেস পাড়া এলাকার বিপিএল তালিকা ভুক্ত মানুষজন। অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের প্রেস পাড়া, বাউরি পাড়ায় বেশ কিছু পরিবার বিপিএল গ্রামীন বিদ্যুতায়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ পায় ২০১৬ সালে। এই প্রকল্পে বাড়িতে একটি বাল্ব জ্বালানোর সংযোগ দেওয়া হয়। মাসে ৭০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুলে ছাড় পাওয়া যায় বিপিএল তালিকা ভুক্ত গ্রাহকরা। 

Andal

গ্রাহকদের অভিযোগ ২০১৬ সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এতদিন বিল পাঠানো হয়নি। সম্প্রতি বাড়ি বাড়ি বিল দেওয়া হয়েছে। কারো বিল এসেছে কুড়ি হাজার, কারো ৩০ হাজার আবার কারো ৪৫০০০ টাকার মতো। বিল হাতে পেয়ে চক্ষু চড়কগাছ গ্রাহকদের। বাউরি পাড়ার ফাগু বাউরি, সুনিতা রুইদাস, প্রেস পাড়ার জলধর বাউরি, ভাদু রুইদাসরা বলেন আমরা গরীব মানুষ, বেশিরভাগই দিনমজুর। অনেকে আবার লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন, আমাদের কারোর পক্ষে ৩০-৪০ হাজার টাকা বিল মেটানো সম্ভব নয়। তাই বিল মুকুবের আর্জি জানিয়েছি বলে জানান তারা। পাশাপাশি তারা এটাও জানান বর্তমানে তাদের যে বর্ধিত বিল এসেছে সেটা মুকুব করে নিয়মমাফিক যদি বিল পাঠানো হয় তাহলে সেই বিল ছাড় সমেত যা হবে তা তারা দিতে প্রস্তুত।