নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় কার্যকর হওয়ার পর একসঙ্গে চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই রায়ের সাময়িক পরিবর্তন চেয়ে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে দাবি করা হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরি হারানোদের, বিশেষত 'যোগ্যদের', চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অন্তত কাজে বহাল রাখার অনুমতি দেওয়া হোক। এই আবেদন করা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
আবেদনে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট তৈরি হয়েছে। কোথাও কোথাও একেবারে শূন্য শিক্ষকের অবস্থান। এই পরিস্থিতিতে শিক্ষার গুণগত মান রক্ষায় চাকরিচ্যুতদের অস্থায়ীভাবে কাজে রাখার অনুমতি জরুরি।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারানোদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাইকে অযোগ্য বলার অধিকার কারও নেই। স্কুলগুলো কে চালাবে? সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিতে হবে”। তিনি আরও জানান, রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আবেদন করবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি, যোগ্য ও অযোগ্যদের একটি স্বচ্ছ তালিকা তৈরির আবেদনও করা হবে আদালতে।
আর এবার খানিকটা ওই পথেই হাঁটলো মধ্যশিক্ষা পর্ষদও।