নিজস্ব সংবাদদাতা: ফের পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়ালো সরকার। পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক (Excise Duty) প্রায় ২ টাকা করে বাড়লো। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন দেশের উপর বাণিজ্যে চড়া শুল্ক আরোপ করেছে। আর তাই বাণিজ্য ও শুল্ক-যুদ্ধের আশঙ্কায় চিন্তায় বিশ্ব। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কিন্তু আবগারি শুল্কের হার বৃদ্ধি পেল। এক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কারণ নেই। আপাতত পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে না।
/anm-bengali/media/post_banners/Cslw63oWFYQNZMNSxIqi.jpg)