BREAKING: লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার নিদান দিলেন TMC বিধায়ক! কেন?

কার উদ্দেশ্যে এই পরামর্শ তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদের নোটিশের বিরোধিতার পথে তৃণমূল। উচ্ছেদের জন্য ৪৮ ঘন্টা সময় দিয়ে নোটিশ। এলাকায় গিয়ে আরপিএফকে আক্রমণের পরামর্শ দিলেন বিধায়ক অসিত মজুমদার। আরপিএফ উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার নিদান দিলেন তিনি। বিতর্কে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। "প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল", দাবি বিধায়ক অসিত মজুমদারের।