নিজস্ব সংবাদদাতা: চাকরিরা শিক্ষকদের উপর পুলিশের লাঠি ও লাথি। কোলাঘাটের নদী থেকে অবৈধভাবে বালি চুরি,ও ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে খরগপুর -হাওড়া ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাটের কাছে অবরোধ ও বিক্ষোভ করে কোলাঘাট ব্লক কংগ্রেস। প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
/anm-bengali/media/media_files/2025/04/12/sfBGio08IJUDBHp581ld.jpg)