চাকরিহারাদের উপর পুলিশি লাঠি, লাথি আক্রমণের জেরে কংগ্রেসের অবরোধ

অবরুদ্ধ কোলাঘাটের জাতীয় সড়ক।

author-image
Jaita Chowdhury
New Update
bhangar police bike

নিজস্ব সংবাদদাতা: চাকরিরা শিক্ষকদের উপর পুলিশের লাঠি ও লাথি। কোলাঘাটের নদী থেকে অবৈধভাবে বালি চুরি,ও ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে খরগপুর -হাওড়া ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাটের কাছে অবরোধ ও বিক্ষোভ করে কোলাঘাট ব্লক কংগ্রেস। প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

 

Ssc