নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ আইনের বিরোধিতায় এদিন রাস্তায় নামেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন তিনি সেই প্রসঙ্গে বলেন, “ক্ষমতাসীন দল (টিএমসি) বলছে যে তারা এই ওয়াকফ সংশোধনী আইনটি এখানে বাস্তবায়ন করতে দেবে না, আমরাও একই কথা চাই। তাই আমরা প্রতিবাদ করছি, কিন্তু রাজ্য বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা এর নিন্দা জানাই এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রতিবাদ আমাদের গণতান্ত্রিক অধিকার; আমরা পুলিশকে জানিয়েছি যে আমরা সমাবেশ করব”।
/anm-bengali/media/media_files/x1FlBn4GiPtkr571Uc9z.png)