নিজস্ব সংবাদদাতা: ‘ও মেয়ে রাতে বাইরে বেড়িয়ো না…’ এই কথা জীবনে একবার না একবার প্রত্যেক মেয়েকেই শুনতে হয়েছে। কখনও কেউ ভগবানের বাণীর মতো মেনে চলেছে, তো কেউ সেটাকে পাশে সরিয়ে রেখে এগিয়ে চলেছে। তবে একজন মেয়ে ধর্ষণ ও খুন হওয়ার পর যদি এই কথা শোনে যে, “অত রাতে ওই মেয়ে সেমিনার হলে কি করতে গিয়েছিল”, তাহলে মনের মধ্যে আগুন জ্বলে যায়।
আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের সাথে ওই ঘটনা ঘটার পরে দোষীদের শাস্তির ব্যবস্থা না করে, এমনই মন্তব্য করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর তখনই গর্জে উঠেছিল বাংলার নারীরা। সন্দীপ ঘোষের মতো মানুষদের বোঝানোর জন্যেই সিদ্ধান্ত হয় প্রাক স্বাধীনতার রাতেই মেয়েরা রাত দখল করবে। রাস্তায় নামবে মেয়েরা, জানাবে তাঁদের স্বাধীনতার কথা।
গতকাল রাতে এরাজ্য তো বটেই পাশাপাশি দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতেও নামে মহিলাদের ঢল। সবার মুখে একটাই কথা শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’। কেউ মোমবাতি হাতে, কেউ প্ল্যাকার্ড হাতেই মিছিল করে। তবে সবার মুখে কথা একটাই থাকে আরজি করের তন্বীর পাশে রয়েছে গোটা দেশ। এদিন শ্যামবাজারের পাঁচ মাথার মোড়েও দেখা যায় সেই একই চিত্র।