নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল থেকে উত্তপ্ত হয় পড়ে ভাঙড়। সংশোধনী ওয়াকফ বিলের বিরোধিতা করে আইএসএফ বিক্ষোভ করে দেওয়া হয়। সাময়িকভাবে ভাঙড় শান্ত হলেও, সোমবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের উত্তর কাশীপুরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরেও ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়। পুলিশের পাঁচটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারল সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার মুর্শিদাবাদে একই ধরনের চিত্র দেখতে পাওয়া গিয়েছিল। শুক্রবার জঙ্গিপুরে এসডিপিও-এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/zOSxCy1FoTqVsFEnUEBl.jpg)