প্রস্তুত রবীন্দ্র সদন, আজ যে সুরের রাজার বিদায়!

এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর অগণিত ভক্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rashid Khan.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই বিদায় জানাতে হবে সুরের রাজাকে! মঙ্গলবারই পরলোকে পাড়ি দিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খান। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বাংলার এক নক্ষত্র, যিনি কিনা বিশ্বজুড়ে শাস্ত্রীয় সঙ্গীতে দেখিয়ে ছিলেন দাপট। সেই সুর সম্রাজ্ঞীকে যে বিশেষ সম্মানে সম্মানীত করা হবে, দেওয়া হবে গান স্যালুট তা গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত গতকাল হাসপাতাল থেকে বেরিয়ে রাশিদ খানের দেহ রাখা হয় পিসওয়ার্ল্ডে। আর আজ হবে তাঁর শেষকৃত্য।

যা জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৯টায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর অগণিত ভক্ত। সেই জন্যে ইতিমধ্যেই প্রস্তুত রবীন্দ্র সদন। পুলিশে পুলিশে ছয়লাপ সেখানে। ভিড় জমাতে শুরু করেছেন তাঁর ভক্তরাও। রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তার পর নাকতলার বাড়িতে নিয়ে যাওয়ার হবে শিল্পীর দেহ। সেখানে আচার পালনের পর কাঁধে করে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।

hiren