নিজস্ব সংবাদদাতা: ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গল কুম্ভ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করল৷ তিন রাশির জাতক-জাতিকাদের হাতে লাগামছাড়া টাকা এবার আসবে।
মেষ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হবে৷ কর্মক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে৷ শরীরের দিকে যত্ন নিতে হবে কারণ সর্দি, মাথাব্যথা বা জ্বরও হতে পারে ৷
/anm-bengali/media/media_files/6yrVjhuNbzcC1hyqqTcN.webp)
বৃষ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময় আসছে। শরীর ভাল থাকবে, টাকা পয়সা আগের থেকে আরও বেশি হতে চলেছে৷
/anm-bengali/media/media_files/AbAFZ11uMP091iivleE4.jpg)
মিথুন: এই রাশির জাতক-জাতিকারা রাশির দশম ঘরে মঙ্গল এলে ফল পাবেন অত্যন্ত শুভ৷ সন্তানের সুখ পেতে চলেছেন জাতক-জাতিকারা৷ কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
/anm-bengali/media/post_attachments/3abcd6c5dc3095d50984ef2ad862660088cea223eb333ac60d575ed902a8432e.webp)