Madan Mitra: আরজি করের নিহতের পরিবারকে বেলাগাম আক্রমণ মদনের

আরজি করের নিহতের পরিবারকে বেলাগাম আক্রমণ মদন মিত্রের। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান', রেহাই নেই সন্তানহারা পরিবারেরও!

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-28 at 18.52.24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি করের (RG Kar Case) নিহতের পরিবারকে বেলাগাম আক্রমণে মদন মিত্রের (Madan Mitra)।  'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান', রেহাই নেই সন্তানহারা পরিবারেরও ! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ তৃণমূল নেতার (Madan Mitra On RG Kar Case)। 

মদন মিত্র আরও বলেন, সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়। তৃণমূল নেতার কথায়, 'নিজেদের জন্য বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন। চাইলে রাজনীতিতে যোগ দিন, অনেক উপনির্বাচন আছে, তবে জিততে পারবেন না। '

আরজি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণে তৃণমূল বিধায়কের। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুন। যার জেরে প্রতিবাদ আন্দোলনে সরগরম হয়ে ওঠে শহর কলকাতা। এবার পরিবারই শাসকদলের নিশানায়!