নিজস্ব সংবাদদাতা: বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। অবশেষে গ্রেফতার ধৃত। বেহালা থেকে ক্যাব চালক জয়ন্ত সেনকে খুনের অভিযোগে গ্রেফতার। প্রায় ১ মাস পরে বিজয়গড়কাণ্ডে গ্রেফতার ভিকি সাউ, সানি রায় । ৪ মার্চ পার্কিং বিবাদে বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে খুনের অভিযোগ। পার্কিংয়ের সময় গাড়িতে ধাক্কা লেগে একটি বাইক পড়ে যাওয়ায় বচসা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জয়ন্তকে পিটিয়ে খুনের অভিযোগ । ৫ অভিযুক্তের মধ্যে ২জন গ্রেফতার, এখনও অধরা আরও ৩ জন।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)