নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর তিনি নতুন করে শুল্ক বসাতে পারেন। তার মতে, মেক্সিকোর সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকছে, যা দেশের জন্য ক্ষতিকর। তাই তিনি মেক্সিকোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চান।
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180670-983771.jpg)
এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, তারা এ নিয়ে কোনো উত্তেজনা চাইছেন না। বরং ঠান্ডা মাথায় এবং কৌশলীভাবে পরিস্থিতি সামাল দেবেন। তিনি বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। তাই আলোচনা করেই সমাধান খুঁজব।"
বিশেষজ্ঞরা বলছেন, 'ট্রাম্প যদি সত্যিই নতুন শুল্ক বসান, তাহলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বড় ধাক্কা লাগবে। বিশেষ করে গাড়ি, কৃষিপণ্য ও ইলেকট্রনিকস শিল্প ক্ষতিগ্রস্ত হবে। কারণ, মেক্সিকো যুক্তরাষ্ট্রের জন্য এসব পণ্য সরবরাহের অন্যতম প্রধান উৎস।'
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
তবে মেক্সিকো আত্মবিশ্বাসী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগেও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির মুখোমুখি হয়েছে তারা। তখন কূটনৈতিকভাবে সমাধান করতে পেরেছিল। সেইমত এবারও তারা শান্ত থেকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেবে।