নিজস্ব সংবাদদাতা : আজ পর্তুগালের লিসবনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, জেরোনিমোস মনাস্টারিতে গার্ড অফ অনার সম্মান দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/r6IUO0YWxMofWbWKOFWg.jpg)
এই অনুষ্ঠানে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজা-ও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই পর্তুগাল সফরে ভারত-পর্তুগাল সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।