নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যের সংস্কৃতি ও মানবিক সংস্থাগুলো বড় সংকটে পড়েছে। জাতীয় মানবিক তহবিল (NEH) থেকে যে অনুদান তারা পেত, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন সাংস্কৃতিক ও কমিউনিটি প্রকল্প হুমকির মুখে পড়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/19/P1gUwlvavgWOaZqdrSmK.jpg)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্প প্রশাসন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে বড় পরিবর্তন আনতে চায়। এক চিঠিতে সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে NEH তাদের অর্থায়নের দিক পরিবর্তন করছে। সরকারি চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের আর্থিক পরিকল্পনার স্বার্থে অনুদানগুলো অবিলম্বে বন্ধ করা হচ্ছে।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই রাজ্যগুলো, যারা সরকারি অনুদানের ওপর বেশি নির্ভরশীল। উইসকনসিন হিউম্যানিটিজ-এর নির্বাহী পরিচালক ডেনা ওর্টজেল জানিয়েছেন, তারা ইতোমধ্যেই সব কার্যক্রম স্থগিত করেছেন। এমনকি যেসব প্রকল্পে তারা আগে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/22/QOrRX5bysLJyv7Vann2d.jpg)
এভাবে হঠাৎ অনুদান বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও মানবিক কার্যক্রম কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। অনেক সংস্থাই এখন টিকে থাকার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজছে, কিন্তু তহবিল ছাড়া তাদের ভবিষ্যৎ খুব অনিশ্চিত।