নিজস্ব সংবাদদাতা: শনিবার হনুমান জয়ন্তী পালনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আসেন তিনি । সেখানকার হনুমান মন্দিরে প্রথমে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি । রাস্তায় নেমে বজরংবলির গেরুয়া ধ্বজা একের পর এক গাড়িতে নিজের হাতে টাঙিয়ে দেন সুকান্ত মজুমদার । এদিনের এই কর্মসূচি ঘিরে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/12/62l0Kdfn7EfYJbTIuheK.jpg)
উৎসবের মাঝে ওয়াকফ নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন সুকান্ত মজুমদার। 'এটা আন্দোলন নয় ! সরকারের মদতে গুন্ডামি চলছে । মুর্শিদাবাদের অবস্থা পশ্চিম বাংলাদেশের মতো’। নবাবের জেলা মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি প্রসঙ্গে এমনই কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ।