নিজস্ব সংবাদদাতা: বাংলাকে অশান্ত করার চেষ্টা, মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি নিয়ে বার্তা অভিষেকের। 'রাজনৈতিকভাবে উন্নয়নের মোকাবিলা করতে না পেরে বাংলাকে অশান্ত করার চেষ্টা। কেউ কেউ চায়, বাংলায় আগুন জ্বলুক', শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে মানুষকে সজাগ থাকতে হবে, বার্তা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
/anm-bengali/media/media_files/e84PvAToRSwHohCzJZlk.jpg)