‘মার্চ ফর গাজা’ সম্পন্ন করল ঢাকা

মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-12 at 18.17.06

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি গণ জমায়েতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ঘোষণাপত্র পাঠ শেষে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

সবার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। 

WhatsApp Image 2025-04-11 at 16.14.05

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরান তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।