নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, রাজ্যে সংশোধিত ওয়াকফ বিল বাস্তবায়িত করা হবে না। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, "কেন্দ্র কর্তৃক অনুমোদিত ওয়াকফ আইন বাস্তবায়নে কোনও রাজ্যই না বলতে পারে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন, তাহলে তার অর্থ সংবিধানের প্রতি তার কোনও শ্রদ্ধা নেই। অন্যদিকে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় চরমপন্থীদের সমর্থন হারাবেন বলে অসহায় বোধ করছেন।"
/anm-bengali/media/media_files/V7gws5ZJykvEMMeByYex.jpg)