‘৫ জন ভুল করলে, ৫ হাজারকে বাতিল করে দেব?’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

'বিজেপি সেটাই করে চলেছে অবিরত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ মামলায় প্রথমবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক অনুষ্ঠান থেকে বলেন, “আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি এবং এতে বিশ্বাস রাখি। তবে, রায়ের সমালোচনা করার অধিকার আমাদের আছে। আমার মনে হয় এই রায় বাংলার প্রতি বিজেপির ধারাবাহিক আক্রমণাত্মক মনোভাব প্রতিফলিত করে। আমি মনে করি, অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে, শুধুমাত্র কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়া যায় না। কিন্তু বিজেপি সেটাই করে চলেছে অবিরত”।

v474w2