নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ নয় মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনীতারা, স্পেসএক্সের ড্রাগনযানে চেপে। আর ঠিক সেই মুহূর্তেই আরও একটি মহাকাশ অভিযানের পরিকল্পনা প্রকাশ করলেন ইলন মাস্ক। এবার তাঁর লক্ষ্য আরও বড়—মানুষসহ মহাকাশযান পাঠানো হবে মঙ্গল গ্রহে।
এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই স্পেসএক্স মঙ্গলে নভোচারী পাঠাতে প্রস্তুত হবে। যদিও মহাকাশ গবেষণায় NASA-এর দীর্ঘদিনের সাফল্য রয়েছে, তবে গত কয়েক বছরে বেসরকারি সংস্থা হিসেবে স্পেসএক্সও নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছে।
সুনীতাদের পৃথিবীতে ফেরানো নিয়েও NASA কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। তবে সেই পরিস্থিতিতে এগিয়ে আসে মাস্কের সংস্থা, এবং অবশেষে স্পেসএক্সের পাঠানো মহাকাশযানেই নিরাপদে ফিরে আসেন তাঁরা। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই মঙ্গল অভিযানের রূপরেখা সামনে আনলেন মাস্ক।
তিনি বলেন, "আমরা খুব দ্রুত মঙ্গলে নভোচারী পাঠাতে সফল হব বলে মনে করছি। যদিও এটি দীর্ঘমেয়াদি প্রকল্প, তবে আশা করছি, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই আমরা এই অভিযান সম্পন্ন করতে পারব।"
/anm-bengali/media/media_files/mmJkBvIa47YRsWB7A2Am.jpeg)
মাস্কের মঙ্গল অভিযানের স্বপ্ন নতুন নয়। বহুদিন ধরেই এই প্রকল্প নিয়ে গবেষণা চালাচ্ছে স্পেসএক্স। ইতিমধ্যে সংস্থাটি পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান তৈরি করেছে, যা ভবিষ্যতের মঙ্গল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।