নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুর জেলার কোলনার এলাকায় আজ সকাল ৯.৩০ মিনিটে পরিচালিত এক যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফের ২০২ কোবরা এবং ২১০ কোবরা ইউনিট, ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা রিজার্ভ গার্ডের উপস্থিতিতে এই অভিযান চলছে।
/anm-bengali/media/media_files/hK40xZJtzXmx02MKJC3A.jpg)
কোনও সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। অভিযানে এখনও পর্যন্ত তিনজন নকশালকে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযানে তিনটি দেশীয় তৈরি বন্দুকও উদ্ধার করা হয়েছে।