নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামসজটকা থেকে ১০৯ কিলোমিটার দূরে পেত্রপ্যাভলভস এলাকায় ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৩। স্থানীয় সময় অনুযায়ী ভোর ২.১৮ মিনিটে হয় এই ভূমিকম্প। ক্ষয়ক্ষতির খবর কিছু পাওয়া যায়নি।