নিজস্ব সংবাদদাতা: কিছুক্ষণ আগে হল ভূমিকম্প। না ভারতে নয়, এই ভূমিকম্প হয়েছে ফিলিপাইন্সের বার্সেলোনার কারাগা থেকে ৭৬ কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা ছিল ৪.৭। আজ অর্থাৎ ২২ তারিখ ১২.৩৩ মিনিট নাগাদ হয়েছে এই ভূমিকম্প।