নিজস্ব সংবাদদাতাঃ ব্রাঘ্র প্রকল্প থেকে শুরু করে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। নানাভাবে বিশ্বজুড়ে বাঘকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। কতশত পরিবেশবিদ, প্রাণী বিজ্ঞানী, পশুপ্রেমী মানুষ, সংস্থা এই কাজে প্রাণপাত করে চলেছে দিনরাত। আজ আন্তর্জাতিক বাঘ দিবসে সেই সব সংস্থা ও লোকজনকে এমন মহানকাজের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি টুইট বার্তায় লেখেন, "আন্তর্জাতিক বাঘ দিবসে, যারা ব্যাঘ্র সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করছেন আমি তাঁদের সকলের প্রশংসা করি। গর্বের বিষয় হল, ভারতে ৭৫ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ৫২টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। বাঘের সুরক্ষায় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের অংশগ্রহণ করানো হচ্ছে।"