মুর্শিদাবাদের হিংসার পরেই ওড়িশা আত্মগোপন! পুলিশের ওপর চালালো গুলি

পুলিশের ওপর গুলি চালালো মুর্শিদাবাদের হিংসার ঘটনার অভিযুক্তরা।

author-image
Tamalika Chakraborty
New Update
odisha police s

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের হিংসার ঘটনায় কয়েকজনকে ওড়িশার ঝাড়সুগুড়া থেকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে আইজি নর্দার্ন রেঞ্জ, হিমাংশু কুমার লাল বলেছেন, "মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হত্যার সাথে জড়িত কিছু অভিযুক্ত ওড়িশায় এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশও এই বিষয়ে একটি অনুরোধ পাঠিয়েছিল। পুলিশ একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে তাদের আটকে রাখার জন্য কয়েক রাউন্ড শূন্যে গুলি চালাতে হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, খুন এবং অগ্নিসংযোগের সাথে জড়িত আরও ছয় অভিযুক্তকে খুঁজছে।"

murshidabad     b