হরি ঘোষ, আসানসোল: আসানসোলের কুলটি বিধানসভা এলাকার কুলটি রানিতলা মোড় থেকে শ্রীপুর মোড় পর্যন্ত মিছিল বিজেপির পক্ষ থেকে। ‘চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’ এই কর্মসূচিকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ হয়ে গেল রবিবার।
রবিবার বিকালে এদিন মিছিলের শেষে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। আজকের কর্মসূচি নিয়ে ডাক্তার অজয় পোদ্দার বলেন, ‘মালদা মুর্শিদাবাদের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ জানান তারা।
/anm-bengali/media/post_attachments/ff5d50e8-387.png)