নিজস্ব সংবাদদাতা : পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে দেশজুড়ে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। পোপের জন্মভূমি আর্জেন্টিনাই, যেখানে বেশিরভাগ মানুষ ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। মিলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট মিলে বুধবার রোমে যাচ্ছেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে।
/anm-bengali/media/media_files/2025/04/21/1000191789-405167.jpg)
প্রেসিডেন্ট হওয়ার আগে মিলে একসময় পোপ ফ্রান্সিসকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। ২০২২ সালে দেশের অর্থনৈতিক নীতির প্রসঙ্গে তিনি বলেছিলেন, পোপ "সবসময় অশুভের পক্ষে" থাকেন। যদিও পরে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করেন এবং যখন পোপের সঙ্গে দেখা করেন, তখন দুজনকে আলিঙ্গন করতেও দেখা যায়। পোপের মৃত্যুতে শোক জানিয়ে মিলে বলেন, “তাঁর মতো এক সদয় ও প্রজ্ঞাবান মানুষকে জানতে পারা আমার জন্য সত্যিই গর্বের।”