নিজস্ব সংবাদদাতা: মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত, আর আহত হতেই তাঁদেরকে নিয়ে নিজের গাড়িতে করেই হাসপাতালে ছুটলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা।
মন্ত্রী বিরবাহ হাসদার গাড়ি, মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে বাড়ি ফেরার পথে মেদিনীপুর শহরে দুর্ঘটনার কবলে পড়ে। টোটোতে ধাক্কা দেয় সেই কনভয়। আহত হন টোটোতে থাকা মা ও শিশু। যদিও শিশুর সেরকম কিছু হয়নি অল্প চোট পান মা। দ্রুততার সঙ্গেই নিজের গাড়িতে তুলেই হাসপাতালে ছোটেন মন্ত্রী। সকালেও খোঁজ নেন তাঁদের। সবাই সুস্থ রয়েছে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/203ba9f0-104.png)