নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনীতে জেএসডাব্লউ পাওয়ার প্লান্ট এর উদ্বোধন মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "শালবনিতে ১৬০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পূর্ব ভারতের বড় বিদুৎ উৎপাদন কেন্দ্র। বীরভূমের দেউচা-পাচামিতে ইতিমধ্যেই তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ওখানে দেড় লক্ষ কর্মসংস্থান হবে। শালবনিতে রাজ্য সরকারের সহযোগিতায় জেএসডাব্লিউর তত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার খোলা হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় ৯ টা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। এই জেলায় দুটি ইকনমিক করিডোর তৈরী হয়েছে। আরও ৫ টা বড়ো কোম্পানি আসছে। যারা বলে বাংলায় শিল্প নেই, তারা এসে দেখে যান। আমাকে ক্রিইটিসাইজ করার আগে নিজেরা ভাবুন। ১৫ দিনের মধ্যে আরো অনেক প্রকল্প হবে। ডক্টর দেবী শেঠি একটা বড়ো হাসপাতাল করতে চলেছে রাজারহাটে। আরও অনেক কিছু আছে একদিনে সব বলব না। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলা আমার খুব প্রিয়। ৩০ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় পুরির জগন্নাথ মন্দিরের আদলে বড়ো মন্দির তৈরি হচ্ছে। একদিকে সমুদ্র সৈকত অন্যদিকে জগন্নাথ মন্দির, অনেক মানুষ আসবেন দীঘায়। সকলকে নতুন বছরের শুভনন্দন জানাচ্ছি। শালবন থেকে নাম হয়েছে শালবনি। এই শালবনিতেই টুরিস্ট স্পট রয়েছে। শিল্পের দিক থেকে আগামী দিনে ভারতবর্ষের প্রধান গন্তব্য হবে পশ্চিমবঙ্গ। আমি ধন্যবাদ জানাই সজ্জন ও সৌরভ গাঙ্গুলিকে। অভিনন্দন জানাচ্ছি জেএসডাব্লিউর সমস্ত কর্মী, আধিকারিকসহ এলাকার মানুষকে"।
/anm-bengali/media/media_files/2025/04/21/kKJqgUuYmYd7bwmaxXle.jpeg)