অযোগ্যদের তালিকা না দিলে অবরোধ অনির্দিষ্টকালের

চাকরিহারাদের হুঁশিয়ারি, তালিকা না দিলে SSC ভবন থেকে কাউকেই বেরোতে দেবো না — সাফ বার্তা মেহবুব মণ্ডলের

author-image
Jaita Chowdhury
New Update
ssc protettt

নিজস্ব সংবাদদাতা: অযোগ্যদের তালিকা নিতে এসেছি, না দিলে কাউকে বেরোতে দেবো না বললেন মেহবুব মণ্ডল।

যোগ্য-অযোগ্যদের তালিকা আজই দিতে হবে বলে দাবি চাকরিহারাদের। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে মেহবুব মণ্ডল বলেন, ‘অযোগ্যদের তালিকা নিতে এসেছি, দিতেই হবে। তালিকা না দিলে আজ কাউকে বেরোতে দেবো না। চেয়ারম্যানকে তালিকা দিয়েই বেরোতে হবে।’

Ssc