নিজস্ব সংবাদদাতা: অযোগ্যদের তালিকা নিতে এসেছি, না দিলে কাউকে বেরোতে দেবো না বললেন মেহবুব মণ্ডল।
যোগ্য-অযোগ্যদের তালিকা আজই দিতে হবে বলে দাবি চাকরিহারাদের। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে মেহবুব মণ্ডল বলেন, ‘অযোগ্যদের তালিকা নিতে এসেছি, দিতেই হবে। তালিকা না দিলে আজ কাউকে বেরোতে দেবো না। চেয়ারম্যানকে তালিকা দিয়েই বেরোতে হবে।’
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185253-824280.webp)