তৃতীয় সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা তিলোত্তমায়, ‘টাটকা মাছের’ সন্ধানে এই উদ্যোগ বলছেন মন্ত্রী
‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন
সুফল বাংলা মৎস্য স্টলের প্রথম ক্রেতা কলকাতা পুরসভার মেয়র, সুলভে কিনলেন পছন্দের মাছ
বিকাশ ভবনের সামনে আরও নামল পুলিশ বাহিনী
বিকাশ ভবন- কিভাবে মারছে দেখুন, আমাদের কোনও অন্যায় নেই- চারিদিকে শুধু বাঁধভাঙা কান্না
বিকাশ ভবন- ফের ধুন্ধুমার, ফের লাঠিচার্জ পুলিশের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন?
এখনও ঝুলছে তালা, বিকাশ ভবনের সামনে রক্তারক্তিকাণ্ড
শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ- এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার

হোয়াইট হাউসের ইস্টার ইভেন্টে কর্পোরেট রং!—নৈতিকতা নিয়ে উঠছে অভিযোগ

হোয়াইট হাউসের এবারের ইস্টার ইভেন্টে কর্পোরেট লোগো ও ব্র্যান্ডিং প্রকাশ্যে। ইউটিউব, মেটা, অ্যামাজনের মতো বড় সংস্থার অংশগ্রহণ ঘিরে স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Debapriya Sarkar
New Update
White house

নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউসের এবারের ইস্টার এগ রোল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, সরকারি এই অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বড় বড় কর্পোরেট সংস্থার লোগো— যেমন ইউটিউব, মেটা, অ্যামাজন।

white house.jpg

এর আগে ইভেন্টে স্পনসর থাকলেও, এবারই প্রথম সরকারি জমিতে স্পষ্টভাবে কর্পোরেট ব্র্যান্ডিং ব্যবহার হয়েছে। ‘হারবিঞ্জার’ নামে একটি ইভেন্ট কোম্পানির মাধ্যমে এসব স্পনসরের কাছ থেকে ৭৫ হাজার থেকে ২ লাখ ডলারের বিনিময়ে এমন সুযোগ দেওয়া হয়েছে।

এই অর্থ যাবে White House Historical Association-এর তহবিলে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন, সরকারি অনুষ্ঠানকে ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবহার করা ঠিক নয়।

Egg roll

তবে হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, স্পনসরশিপ আগে থেকেই ছিল, এখন শুধু বেশি নজরে পড়ছে। তবুও, বিষয়টি ঘিরে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।