নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনিতে জেএসডাব্লউ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন সজ্জন জিন্দাল।
সজ্জন জিন্দাল বললেন, "দিদির কাছে থাকলে মনে হয় পরিবারের কাছেই রয়েছি। শালবনী আমার খুব পছন্দের জায়গায়। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমার খুব প্রিয় দিদি। আমার প্রিয় সৌরভ গাঙ্গুলীও এসেছেন আমার ডাকে, তাকে ধন্যবাদ জানাই। শালবনিতে ১৬০০ ওয়াট বিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে। আমার ছেলে পরিবারসহ আজকে আমরা এখানে এসে অনেক খুশি। আমার ছেলে পার্থ এখানের পুরো প্ল্যান্ট দেখছে। আমার ছেলেও এখানে থেকে খুশি অনুভব করে। এখানে স্থানীয় ছেলেদের সাথে ফুটবলও খেলে। এখানকার সরকার অনেক ভালো উন্নয়ন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। তিনি গরিব মানুষের পাশে থাকেন সব সময়। উনি আমাদের সহযোগিতা করায় আমরা এখানে ১৬০০ ওয়াট বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন করলাম। আমার ছেলে পার্থকে বলব এখানে একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার খুলতে, এখানকার গরিব ছেলে-মেয়েদের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সৌরভ গাঙ্গুলীসহ পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক এবং সাংসদ ও বিধায়কদের"।
/anm-bengali/media/media_files/2025/04/21/GlaNEAUIKZ6vvdDRUB4d.jpeg)