নিজস্ব সংবাদদাতা : আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আবারও বিতর্কে। অভিযোগ উঠেছে, তিনি নিজের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে একটি সিগন্যাল চ্যাটে ইয়েমেনে মার্কিন বিমান হামলার গোপন তথ্য শেয়ার করেছেন।
/anm-bengali/media/media_files/2025/04/21/ggFVspUj4vRmo97oPosl.webp)
চ্যাটে জানানো হয়েছিল, কবে, কখন, কোথায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালাবে। অথচ ওই তিনজনের কারোরই এমন গোপন তথ্য জানার দরকার ছিল না। এই চ্যাট হেগসেথ নিজেই তৈরি করেছিলেন। এর আগেও একবার এমন আরেকটি গ্রুপে সামরিক আলোচনা চলছিল, যেখানে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করে ফেলা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/05/9MZ7r2fzmIUjE7MVTm33.jpg)
বিতর্কের মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “হেগসেথ দারুণ কাজ করছেন। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে।” হোয়াইট হাউস দাবি করেছে, কোনও শ্রেণিবদ্ধ তথ্য শেয়ার করা হয়নি। তবে অনেক প্রাক্তন সেনা ও নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, এমন সেনা সংক্রান্ত তথ্য ব্যক্তিগত ফোনে বা অ্যাপে শেয়ার করাই উচিত নয়। কারণ এতে বিপদের আশঙ্কা থাকে।
/anm-bengali/media/media_files/2025/04/21/1000191698-896399.jpg)
সম্প্রতি হেগসেথ তিনজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তিনি বলেন, তারাই এই তথ্য ফাঁস করেছেন। অন্যদিকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। হেগসেথকে ঘিরে এই বিতর্ক আরও জোরদার হচ্ছে, কিন্তু ট্রাম্প এখনো তাঁকে সম্পূর্ণ সমর্থন করে যাচ্ছেন।