নিজস্ব সংবাদদাতা : গাজা যুদ্ধ বন্ধ করতে আবারও শান্তিচুক্তির একটি নতুন প্রস্তাব এসেছে। এই প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর, যারা অনেক দিন ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। এই নতুন প্রস্তাবে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত চলতে পারে। তার মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে দেওয়া হবে, আর এর বদলে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে এবং ইসরায়েল তাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে গাজা থেকে সরিয়ে নেবে।
/anm-bengali/media/media_files/2025/03/08/4vPL9O4AW4fv0RQNvRQo.jpg)
হামাসের এক শীর্ষ প্রতিনিধি দল এই চুক্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে কায়রো যাচ্ছে। হামাস জানিয়েছে, তারা গাজার শাসনভার এমন কোনো ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে তুলে দিতে প্রস্তুত, যেটা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সবার সম্মতিতে গঠিত হবে। হয়তো সেটি হতে পারে পশ্চিম তীরে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অথবা নতুন করে গঠিত একটি প্রশাসনিক দল।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ থামাবেন না। সেইসঙ্গে তিনি চান, যুদ্ধবিরতির আগে সব বন্দীদের ফিরিয়ে আনা হোক। হামাস উল্টো বলছে—যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়া তারা বন্দীদের ছাড়বে না।
/anm-bengali/media/media_files/2025/03/26/QC5RWBfoOUv62ezuwv7I.jpg)
এই মুহূর্তে যুদ্ধবিরতি কতটা সম্ভব, সেটা বলা মুশকিল। তবে যাঁরা এই আলোচনার সঙ্গে জড়িত, তাঁরা বলছেন, এবারকার আলোচনা আগের চেয়ে অনেক বেশি গম্ভীর ও ভিন্ন রকম। হামাসের পক্ষ থেকেও নাকি এবার কিছুটা নমনীয় মনোভাব দেখা যাচ্ছে। এই প্রস্তাব বাস্তবায়ন হলে গাজার মানুষদের জন্য এটা হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত এক শান্তির শুরু।