পোপের জন্য পতাকা অর্ধনমিত—পোপের মৃত্যুতে ক্যাথলিকদের প্রতি সমবেদনা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানালেন, বললেন তিনি ছিলেন এক মহান মানুষ যিনি সারা বিশ্বকে ভালোবাসতেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইস্টারের এক অনুষ্ঠানে তিনি বলেন, “পোপ ছিলেন একজন ভালো মানুষ। তিনি সারা বিশ্বকে ভালোবাসতেন, কষ্টে থাকা মানুষদের পাশে থাকতেন।” ট্রাম্প আরও জানান, তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন, যাতে পোপের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি যাবেন কি না, তা এখনো ঠিক করেননি। 

Trump

উল্লেখ্য, ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনই তার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা হয়েছিল। যদিও সে সময় পোপ তার অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পকে কিছুটা সমালোচনাও করেছিলেন। তবে এবার ট্রাম্প বলেন, তিনি পোপের অভিবাসীদের প্রতি সহানুভূতির বার্তাকে সম্মান করেন। ট্রাম্প আরও বলেন, “পোপ কষ্টে থাকা মানুষদের খুব ভালোবাসতেন। আর আমি সেটা শ্রদ্ধা করি।”

publive-image

শেষে তিনি ক্যাথলিকদের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের পাশে আছি। আপনারা আমাকে নির্বাচনেও অনেক সমর্থন করেছেন। পোপকে আপনারা ভালোবাসতেন, তাই আমি আপনাদের জন্য খুব কষ্ট পাচ্ছি।”