Gangasagar Mela

Makar Sankranti
আজ পূণ্যার্জনের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন শত সহস্র মানুষ। মকর সংক্রান্তির দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত করা হয়। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল পেরিয়ে ছুটে আসছেন ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী থেকে দেশি-বিদেশি অতিথিরা।