সাড়ম্বরে আয়োজিত হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন ভিন রাজ্যের দুই পুণ্যার্থী। তাঁদের তড়িঘড়ি উড়িয়ে আনা হল কলকাতায়। মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন ক্যানিংয়েরও এক বৃদ্ধা। রবিবার তাঁদের চিকিৎসার জন্য তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে কলকাতায়।
সূত্রের খবর, বিহারের পটনা থেকে গঙ্গাসাগরে এসেছিলেন বছর ৫৫ এর বাসন্তী কউর নামে এক প্রৌঢ়া। রবিবার সকালে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ চত্বরে। এখনো অবধি যে খবর পাওয়া যাচ্ছে, চিকিৎসার জন্য অসুস্থ প্রৌঢ়াকে নিয়ে আসা হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের অস্থায়ী হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা।
আবার, রবিবার দুপুরে গঙ্গাসাগর মেলায় আসা উত্তরপ্রদেশের এক বাসিন্দাও অসুস্থ হয়ে পড়েন ৷ বেলা প্রায় বারোটা নাগাদ মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। তাঁর নাম ঠাকুর দাস ৷ তাঁকেও চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে।