নিজস্ব সংবাদদাতা: আজ পবিত্র মকর সংক্রান্তি। এদিন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার পাশাপাশি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। সাগরে পুণ্যস্নান আজ মকর সংক্রান্তিতে। সর্বত্র পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। আজ পূণ্যার্জনের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন শত সহস্র মানুষ। মকর সংক্রান্তির দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত করা হয়। সংক্রান্তির দিনে সূর্য ধনু রাশি ছেড়ে প্রবেশ মকর রাশিতে প্রবেশ করে সূর্যের এই গমনকেই বলা হয় সংক্রান্তি। যেহেতু সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই একে বলা হয় মকর সংক্রান্তি।
মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল হয়েছেন কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই চলছে পুণ্যস্নান। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল পেরিয়ে ছুটে আসছেন ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী থেকে দেশি-বিদেশি অতিথিরা।মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্যস্নান, চলবে বুধবার সকাল পর্যন্ত।