নিজস্ব সংবাদদাতা: জঙ্গিদের কড়া বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া হামলার পর তিনি সরকারের নীতি নিয়ে সঙ্কেত দিলেন।
যোগী লেখেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা একটি নৃশংস, ভয়াবহ এবং কাপুরুষোচিত কাজ। কোনও সভ্য সমাজ মেনে নিতে পারে না যে আমাদের বোন ও মেয়েদের সামনে সিঁদুর মুছে ফেলা হচ্ছে, বিশেষ করে ভারতে, এটি একেবারেই অগ্রহণযোগ্য। সন্ত্রাসবাদ ও চরমপন্থার প্রতি ভারত সরকারের শূন্য সহনশীলতা নীতি কার্যকরভাবে সন্ত্রাসবাদ নির্মূল করবে। আগামীকাল সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শুরু"।
/anm-bengali/media/post_attachments/2025-04/ku8v7164_pahalgam-terrorist-attack_625x300_22_April_25-697363.jpg?im=FeatureCrop,algorithm=dnn,width=545,height=307)