‘পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই ভীত না হওয়া পর্যন্ত ভারত বিশ্রাম নেবে না’: প্রাক্তন ডিজিপি

এগুলি সবই খুব ভালো সিদ্ধান্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও সন্ত্রাসী হামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গৃহীত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন সঠিক সিদ্ধান্ত। তবে কেউ কেউ মনে করছেন কিছু কিছু পদক্ষেপ বাদ দিলেও চলতো।

এই সম্পর্কে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি শেষ পল বৈদ বলেন, “এগুলি সবই খুব ভালো সিদ্ধান্ত। পাকিস্তানকে এটা বোঝানো গুরুত্বপূর্ণ যে রক্তপাতের খেলা ঠিক নয়, এবং তাদের এই পথ ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তগুলি কিছুটা হলেও পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করবে। আসল সন্ত্রাসীরা হল পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ডিপ স্টেট, আইএসআই। হয়তো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠরা এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কিন্তু তাদের ডিপ স্টেটের নীতি হল 'হাজার ক্ষত দিয়ে ভারতকে রক্তাক্ত করা'। পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই ভীত না হওয়া পর্যন্ত ভারত বিশ্রাম নেবে না। পাকিস্তান সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাদের উপর বিশ্বাস করা আমাদের নিজেদেরকে প্রতারণা করার মতো”।