নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডি.আই. এর কাছে এসে পৌঁছল যোগ্য শিক্ষকদের তালিকা। শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি তালিকা ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে এসে পৌঁছেছে, শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরবর্তীকালে জেলা বিদ্যালয় পরিদর্শক সেই তালিকা প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ইমেল মারফত পাঠিয়ে দেন।
স্বভাবতই এই তালিকায় "অযোগ্য" হিসেবে চিহ্নিত শিক্ষকদের নাম নেই। র্যাংক জাম্পিং, ওএমআর- এ কারচুপির অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। শিক্ষা দফারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাদের তালিকায় নাম নেই তারাই অযোগ্য। তারা বিদ্যালয়েও যেতে পারবেন না। পশ্চিম মেদিনীপুর জেলায় ১৮০ জন টেন্টেড বলে জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ৪টি তালিকা পাঠানো হয়েছে- নবম-দশম শ্রেণীর ২টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ২টি। নবম-দশম শ্রেণীর প্রথম তালিকায় ৫৯৭ জন ও দ্বিতীয় তালিকায় ৫৫ জন যোগ্য শিক্ষকদের নাম আছে। অপরদিকে একাদশ-দ্বাদশ প্রথম তালিকায় ৪৯৩ জন ও দ্বিতীয় তালিকায় ৮৪ জন যোগ্য শিক্ষকদের নাম রয়েছে। তালিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ১২২৯ জন যোগ্য শিক্ষক যারা সকলেই ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন এবং বেতনও পাবেন। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৪০০ জন শিক্ষকের চাকরি বাতিল হয়। যোগ্য ও অযোগ্য সব মিলিয়ে সকলেই ছিল এই তালিকায়। তবে নতুন করে এই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পর কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার।
/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)