নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার যে ২৬ জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। তবে আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর নিরাপত্তা রক্ষায় আরোও তৎপর হয়েছে কেন্দ্র সরকার। একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে, ইন্দাস জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/2a6eBNAliyOK5r6lNGM1.JPG)
এই ঘটনার পর বৃহস্পতিবার নাগপুরে প্রতিরক্ষা বিশেষজ্ঞ শিওয়ালী দেশপান্ডে বলেন, "এগুলো শুধুমাত্র কূটনৈতিক পদক্ষেপ। আসল জবাব এখনও দেওয়া বাকি। আর সেই জবাব হবে ভয়ঙ্কর। এটা এমন হবে, যেটা পাকিস্তান কোনওদিন ভুলতে পারবে না।"
তিনি আরও বলেন, "আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানে থাকা ভারতীয়দের ১লা মে-র মধ্যে ফিরে আসার নির্দেশ—এসব হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। কিন্তু চূড়ান্ত প্রতিশোধ এখনও নেওয়া হয়নি।"
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)
বর্তমানে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক স্তরে একের পর এক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে ভারত। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তের দুই প্রান্তেই।