নিজস্ব সংবাদদাতাঃ মকর সংক্রান্তির আগে থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগরে অগণিত ভক্তের সমাগম। চলতি বছরে উপচে পড়া ভিড় সামলাতে এবং কোনও দুর্ঘটনা থেকে মুক্তির পথে আগে ভাগেই সেখানে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এখানে নিয়োজিত এনডিআরএফ দলগুলি অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী গিয়ারে সুসজ্জিত এবং দলগুলিতে এনডিআরএফের মহিলা কর্মীও রয়েছে।
এনডিআরএফ দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পুষ্পেন্দ্র কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, '' এনডিআরএফের ৫টি দল এখানে মোতায়েন করা হয়েছে। ২০০ জন কর্মী এখানে নিয়োজিত আছে। নিরাপত্তা এবং নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ''